
নতুন ২০ টাকার নোট নিয়ে আপত্তি জানিয়েছে কওমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।
সংগঠটি এক বিবৃতিতে বলেছে, ‘‘ওই নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে; যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল।’’
অবিলম্বে ওই নোটের নকশা বাতিল ঘোষণা করার দাবিও জানায় হেফাজতে ইসলাম।বুধবার এক বিবৃতিতে তাদের আপত্তি তুলে ধরে হেফাজতে ইসলাম। সোমবার অন্য নোটের সঙ্গে বাজারে আসে নতুন ২০ টাকার নোট। এর আগে নতুন নোটের নকশা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই নকশার মধ্যে রয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’।
২০ টাকার নতুন নোটের সামনের দিকে রয়েছে, দিনাজপুরের ঐতিহাসিক স্থাপত্য কান্তজিউ মন্দিরের ছবি। এ ছাড়া ২০ টাকার নতুন নোটে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, পাতা এবং কুঁড়ির ছবি রয়েছে।নোটের পিছনের দিকে রয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি। নওগাঁ জেলার এ প্রাচীন স্থাপত্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার একটি।
বিবৃতিতে সংগঠনের আমির এবং মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন মুদ্রিত বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে; যা ৯২ শতাংশ মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল।’’বিবৃতিতে আরও বলা হয়, ‘‘একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে।’’
‘ঈদুল আজহার উৎসবমুখর সময়ে ছেপে আসা নতুন নোটে এই নকশা দেখে যারপরনাই হতাশ এবং ব্যথিত হওয়ার কথাও জানানো হয় বিবৃতিতে।হেফাজত বলেছে, ‘‘আমরা মনে করি, এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কারা জড়িত, তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।’’
অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে, এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে বলেও বিবৃতিতে আশা করে হেফাজত।
এ বিষয়ে দেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন সব রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছে ধর্মভিত্তিক সংগঠনটি।