ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়

ছবি সংগৃৃৃহিত

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে আলোচনার এই প্রক্রিয়াকে তিনি একটি ‘ভালো ও গুরুত্বপূর্ণ উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।

মান্না বলেন, তারপর কী হবে, সেটাও এখনো চূড়ান্ত করা হয়নি। কিন্তু এই আলোচনা দু’দফা হয়ে গেল, এর মধ্যেই অনেক জনমত তৈরি হয়েছে। এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে, শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত কি রকম করে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। তাই এখন প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত করা যাবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

মান্না আরও বলেন, আমার মনে হয় রাষ্ট্রের সব ক্ষমতা একদল বা একজনের হাতে থাকা উচিত নয়। সংসদীয় ব্যবস্থায় চেক অ্যান্ড ব্যালান্স থাকা দরকার। কিছু পদে নিয়োগ ও সিদ্ধান্তের ওপর সংসদের বা একটি আপার হাউসের নজরদারি থাকা উচিত। বাইরের চুক্তি বা আন্তর্জাতিক সমঝোতার বিষয়েও আমাদের সাবধান হতে হবে। কারণ, কোনো কোনো সময় এগুলো দেশের স্বাধীনতার পরিপন্থী হতে পারে।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাব আসছে, তা এখনো চূড়ান্ত নয়। কমিশন এখনো কিছু বলেনি, তারা প্রস্তাব দিলে সেটার ওপর আরও আলোচনা হতে পারে।

গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, গণতন্ত্রে যদি বিশ্বাস করি, তাহলে সব কিছুই আলোচনায় থাকতে হবে। কিন্তু কেউ যদি মনে করে আমার দাবিটা না মানলে আমরা এগোবো না, তাহলে সমস্যা তৈরি হবে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন পর্যন্ত যেভাবে সব দল আলোচনা করছে, এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত। আশা করি, আমরা পরবর্তী যাত্রাটাও সুচারুভাবে সম্পন্ন করতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করল জামায়াত

প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়

প্রকাশের সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ছবি সংগৃৃৃহিত

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে আলোচনার এই প্রক্রিয়াকে তিনি একটি ‘ভালো ও গুরুত্বপূর্ণ উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।

মান্না বলেন, তারপর কী হবে, সেটাও এখনো চূড়ান্ত করা হয়নি। কিন্তু এই আলোচনা দু’দফা হয়ে গেল, এর মধ্যেই অনেক জনমত তৈরি হয়েছে। এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে, শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত কি রকম করে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। তাই এখন প্রধানমন্ত্রী বা নির্বাহী ক্ষমতা কতটা সীমিত করা যাবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

মান্না আরও বলেন, আমার মনে হয় রাষ্ট্রের সব ক্ষমতা একদল বা একজনের হাতে থাকা উচিত নয়। সংসদীয় ব্যবস্থায় চেক অ্যান্ড ব্যালান্স থাকা দরকার। কিছু পদে নিয়োগ ও সিদ্ধান্তের ওপর সংসদের বা একটি আপার হাউসের নজরদারি থাকা উচিত। বাইরের চুক্তি বা আন্তর্জাতিক সমঝোতার বিষয়েও আমাদের সাবধান হতে হবে। কারণ, কোনো কোনো সময় এগুলো দেশের স্বাধীনতার পরিপন্থী হতে পারে।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাব আসছে, তা এখনো চূড়ান্ত নয়। কমিশন এখনো কিছু বলেনি, তারা প্রস্তাব দিলে সেটার ওপর আরও আলোচনা হতে পারে।

গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, গণতন্ত্রে যদি বিশ্বাস করি, তাহলে সব কিছুই আলোচনায় থাকতে হবে। কিন্তু কেউ যদি মনে করে আমার দাবিটা না মানলে আমরা এগোবো না, তাহলে সমস্যা তৈরি হবে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন পর্যন্ত যেভাবে সব দল আলোচনা করছে, এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত। আশা করি, আমরা পরবর্তী যাত্রাটাও সুচারুভাবে সম্পন্ন করতে পারব।