ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানা বলেন জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে বিএনপি জয়ী হবে

  • ঢাকা প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’-সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী।

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নাই।

কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন ২০০৮-এর নির্বাচনে যে পারসেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। ৪১ শতাংশ কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোন বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না। শুধু আটে বোধহয় ওটা আওয়ামী লীগ ছিল। কিন্তু এর আগে এরকম হয়নি।

সো সেইদিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না ফরশিওর। তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’

আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে। শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে। প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে।
একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করল জামায়াত

রুমিন ফারহানা বলেন জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে বিএনপি জয়ী হবে

প্রকাশের সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত

‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’-সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী।

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নাই।

কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন ২০০৮-এর নির্বাচনে যে পারসেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। ৪১ শতাংশ কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোন বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না। শুধু আটে বোধহয় ওটা আওয়ামী লীগ ছিল। কিন্তু এর আগে এরকম হয়নি।

সো সেইদিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না ফরশিওর। তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’

আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে। শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে। প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে।
একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’