
ছবি সংগৃহিত
নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।
শিশুকে টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ সময় জানানো হয় নওগাঁ জেলায় ৬ লাখ ৭৫ হাজার ৭৯৫ জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্য রয়েছে। এ পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে ২ লাখ ৫৯ হাজার ১৮২ জনশুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন টিকা কেন্দ্র ও পর্যায়ক্রমে কমিউনিটি পর্যায়ে ১৮ কার্যদিবসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হবে।
নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।