ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ‘বিএনপি ক্ষমতায় গেলে তিনটি কার্ডে নাগরিক অধিকার নিশ্চিত হবে’

ছবি সংগৃহিত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩টি কার্ডের মাধ্যমে মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। স্বচ্ছল ও অস্বচ্ছল প্রত্যেক পরিবারের পাশে থাকবে দলটি।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে পড়ালেখাসহ পরিবারের সকল সেবা নিশ্চিত করা হবে, স্বাস্থ্য কার্ডে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক সকল সেবা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ ও সুদবিহীন ঋণ দেয়া হবে।

বেগম খালেদা জিয়া, তারেক রহমান আপনাদের এ নিশ্চয়তা দিচ্ছে, আমরাও দিচ্ছি। এইভাবে আগামী দিনের রাজনীতিটাকে মানবিক, সামাজিক, পারিবারিক ও ধর্মীয়কাজে প্রত্যেকের পাশে থেকে কাজ করতে চায় বিএনপি। আমরা আপনাদের সেই নিশ্চয়তা দিচ্ছি।

শনিবার (১১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। স্থানীয় জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন,  ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ পুরো বাংলাদেশের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ ছাতার নিচে নিয়ে এসেছে বিএনপি। তাই খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে বিএনপি ও ধানের শীষে ভোটের প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে একটি দলের অপপ্রচার রুখে দিতে মহিলাদলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন এ্যানি।

এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করল জামায়াত

আগামী নির্বাচনে ‘বিএনপি ক্ষমতায় গেলে তিনটি কার্ডে নাগরিক অধিকার নিশ্চিত হবে’

প্রকাশের সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩টি কার্ডের মাধ্যমে মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। স্বচ্ছল ও অস্বচ্ছল প্রত্যেক পরিবারের পাশে থাকবে দলটি।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে পড়ালেখাসহ পরিবারের সকল সেবা নিশ্চিত করা হবে, স্বাস্থ্য কার্ডে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক সকল সেবা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ ও সুদবিহীন ঋণ দেয়া হবে।

বেগম খালেদা জিয়া, তারেক রহমান আপনাদের এ নিশ্চয়তা দিচ্ছে, আমরাও দিচ্ছি। এইভাবে আগামী দিনের রাজনীতিটাকে মানবিক, সামাজিক, পারিবারিক ও ধর্মীয়কাজে প্রত্যেকের পাশে থেকে কাজ করতে চায় বিএনপি। আমরা আপনাদের সেই নিশ্চয়তা দিচ্ছি।

শনিবার (১১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। স্থানীয় জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন,  ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ পুরো বাংলাদেশের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ ছাতার নিচে নিয়ে এসেছে বিএনপি। তাই খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে বিএনপি ও ধানের শীষে ভোটের প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে একটি দলের অপপ্রচার রুখে দিতে মহিলাদলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন এ্যানি।

এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি উপস্থিত ছিলেন।