নেত্রকোনার কলমাকান্দায় ২০ পিস নেশার ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এরআগে বুধবার দিবাগত রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের বগাডুবি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বগাডুবি গ্রামের মৃত সিফাত আলীর ছেলে।
তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদে উপজেলার বগাডুবি গ্রামে অভিযান চালায় থানার উপপরিদর্শক (এসআই) রাজন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ।
এসময় ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিক্রয়ের সময় রফিকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। ছবি- গ্রেফতার রফিকুল ইসলাম সাইফুল আরিফ জুয়েল