
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তা দান করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ১৫৯ নেত্রকোণা – ৩, কেন্দুয়া -আটপাড়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর সৈয়দ আবুবকর সিদ্দিক পিএসসি (অবঃ)।
গতকাল মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ মেজর সিদ্দিক আটপাড়া উপজেলার দুয়জ ও সুখারী ইউনিয়নে বেশ কয়েকটি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় কাপড় সহায়তা করেছেন।
হতদরিদ্র পরিবারগুলি বলেন, আমরা নিতান্ত দরিদ্র। এই সহায়তা আমাদের অনেক উপকার হয়েছে।
মেজর সৈযদ আবু বকর বলেন, বিশেষ করে দরিদ্র মানুষগুলি আমার প্রাণ। অসহায় মানুষের মুখের দিকে তাকালে আমার হ্দয় কেঁধে উঠে। আমি সবসয়য় চেষ্টা করি সাধ্যমত হতদরিদ্র অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে। দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, নির্মল আনন্দ উপভোগ করি। আমি সব সময় সমাজে বঞ্চিত, অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, মহান রাব্বুল আল-আমীনের কাছে আমার চাওয়া একটাই আমি যেন তাদের সেবা করতে পারি।