
ছবি সংগৃহিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় একই ওড়না গলায় প্যাচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের পরিবারে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল জানান, নিহত দম্পতির সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।