ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শুটিংয়ে হঠাৎ অসুস্থ, বাঁচানো গেল না রাজুকে

ছবি সংগৃহিত
কন্নড় অভিনেতা রাজু তালিকোট মারা গেছেন। গতকাল সোমবার বেঙ্গালুরুর উদুপিতে একটি সিনেমার শুটিংয়ে তাঁর মৃত্যু হয়। অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
সোমবার উদুপি জেলায় শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন রাজু। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

রাজু তালিকোট ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তালিকোটে জন্ম ও বেড়ে ওঠার কারণে তিনি এই নামেই পরিচিতি পান। তাঁর মা–বাবাও ছিলেন থিয়েটার শিল্পী; কাজ করতেন শ্রীগুরু খাসগটেশ্বর নাট্য সংঘে।

রাজু ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় শুরু করেন। তবে মা-বাবার মৃত্যুর কারণে চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি। তিনি বিভিন্ন হোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করেন। পরে ফিরে আসেন নাট্যজগতে।

রাজু তালিকোটের প্রথম চলচ্চিত্র ছিল ‘হেন্দাথি আন্দারে হেন্দাথি’। পরে তিনি অভিনয় করেন ‘মানসারে’, ‘পঞ্চরঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তেনে’, ‘আলেমারি’, ‘মাইনা’, ‘টোপিওয়ালা’, ‘পাঞ্জাবি হাউস’সহ অন্যান্য ছবিতে। এ ছাড়াও ‘বিগ বস’-এ কন্নড় সংস্কারের সপ্তম মৌসুমে অংশ নেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

রংপুরে কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ২র‌্যাব

শুটিংয়ে হঠাৎ অসুস্থ, বাঁচানো গেল না রাজুকে

প্রকাশের সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত
কন্নড় অভিনেতা রাজু তালিকোট মারা গেছেন। গতকাল সোমবার বেঙ্গালুরুর উদুপিতে একটি সিনেমার শুটিংয়ে তাঁর মৃত্যু হয়। অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
সোমবার উদুপি জেলায় শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন রাজু। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

রাজু তালিকোট ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তালিকোটে জন্ম ও বেড়ে ওঠার কারণে তিনি এই নামেই পরিচিতি পান। তাঁর মা–বাবাও ছিলেন থিয়েটার শিল্পী; কাজ করতেন শ্রীগুরু খাসগটেশ্বর নাট্য সংঘে।

রাজু ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় শুরু করেন। তবে মা-বাবার মৃত্যুর কারণে চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি। তিনি বিভিন্ন হোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করেন। পরে ফিরে আসেন নাট্যজগতে।

রাজু তালিকোটের প্রথম চলচ্চিত্র ছিল ‘হেন্দাথি আন্দারে হেন্দাথি’। পরে তিনি অভিনয় করেন ‘মানসারে’, ‘পঞ্চরঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তেনে’, ‘আলেমারি’, ‘মাইনা’, ‘টোপিওয়ালা’, ‘পাঞ্জাবি হাউস’সহ অন্যান্য ছবিতে। এ ছাড়াও ‘বিগ বস’-এ কন্নড় সংস্কারের সপ্তম মৌসুমে অংশ নেন তিনি।