ছবি সংগৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহিত
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে সশস্ত্র একদল ডাকাত পাহারাদারদের বেঁধে রেখে অন্তত ছয়টি দোকানে ডাকাতি চালায়। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং একটি মুদি দোকান।
ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমার সহায় সম্বল যা ছিলো, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়’।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।