ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

ছবি সংগৃহিত

নোয়াখালির হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ছাইফ উদ্দিনকে (৫৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।সোমবার (৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। সোমবার দুপুরের পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান নেন এবং বিকেলে তাকে গ্রেফতার করেন।

তার গ্রেফতারের পরপরই ওছখালী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। তারা ছাইফ উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় যৌথ বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

অপরদিকে, আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল বের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তিনি জামিনে আছেন। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

প্রকাশের সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত

নোয়াখালির হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ছাইফ উদ্দিনকে (৫৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।সোমবার (৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। সোমবার দুপুরের পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান নেন এবং বিকেলে তাকে গ্রেফতার করেন।

তার গ্রেফতারের পরপরই ওছখালী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। তারা ছাইফ উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় যৌথ বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

অপরদিকে, আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল বের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তিনি জামিনে আছেন। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।