ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের নেতা খুলনায় গ্রেফতার

  • খুলনা প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১১:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি এবং পূজা মণ্ডপে হামলার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।খুলনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার।

শুক্রবার (৩ অক্টোবর) রাতের দিকে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।পাইকগাছার বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, পূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তিনি পুরোহিতকে মারধর করার চেষ্টা করেন, যার ফলে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ভক্তরা আতঙ্কে ছুটোছুটি করেন।

 মামলার কপিতে উল্লেখ করা হয়েছে, এর আগে রাজীব মণ্ডপের সামনে এসে উচ্চস্বরে গান বাজানো যাবে না বলে হুমকি দিয়েছিলেন। কমিটির জিজ্ঞাসাবাদের সময় তিনি পুনরায় এমন কাজ করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালেই তিনি পুনরায় মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত করেন এবং মূর্তিকে অবমাননাকর মন্তব্য করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামও মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছে।
 
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ বলেন, অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এদিকে অভিযোগের পর স্বেচ্ছাসেবক দলও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজীব নেওয়াজ পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রানু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানো হয়েছে। দলীয় কোনো পদে না থাকলেও দলের সব কর্মকাণ্ডে তার অংশগ্রহণ থাকে। কোনও ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

স্বেচ্ছাসেবক দলের নেতা খুলনায় গ্রেফতার

প্রকাশের সময় : ১১:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত

খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি এবং পূজা মণ্ডপে হামলার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।খুলনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার।

শুক্রবার (৩ অক্টোবর) রাতের দিকে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।পাইকগাছার বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, পূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তিনি পুরোহিতকে মারধর করার চেষ্টা করেন, যার ফলে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ভক্তরা আতঙ্কে ছুটোছুটি করেন।

 মামলার কপিতে উল্লেখ করা হয়েছে, এর আগে রাজীব মণ্ডপের সামনে এসে উচ্চস্বরে গান বাজানো যাবে না বলে হুমকি দিয়েছিলেন। কমিটির জিজ্ঞাসাবাদের সময় তিনি পুনরায় এমন কাজ করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালেই তিনি পুনরায় মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত করেন এবং মূর্তিকে অবমাননাকর মন্তব্য করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামও মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছে।
 
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ বলেন, অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এদিকে অভিযোগের পর স্বেচ্ছাসেবক দলও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজীব নেওয়াজ পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রানু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানো হয়েছে। দলীয় কোনো পদে না থাকলেও দলের সব কর্মকাণ্ডে তার অংশগ্রহণ থাকে। কোনও ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’