ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে দুই জনের ১৪ বছর করে কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুই জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে এদেরকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় । দণ্ডপঅপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী ও সাজাপ্রাপ্ত জসিম খলিফা (৩৬)ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার পুত্র।

আজ মঙ্গলবার দুপুর ২টায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ০১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলাম এ রায় দেন।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মাহেব হোসেন জানান., ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ৩ টায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুবর্ন চন্দ্র দে এর নেতৃত্বে তাদের আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার নোট ১৯৬ টি, ৫০০ টাকার নোট ২০০টি ও ২০০ টাকার নোট ৫ টি মোট ২ লাখ ৯৭ হাজার টাকা জাল টাকা জব্দ করা হয়। একইদিন এস আই সুবর্ণ চন্দ্র দে বাদি হয়ে আটক দুজনকে আসামী করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঝালকাঠি থানার

উপ-পরিদর্শক (এসআই)সিদ্দিকুর রহমান ২০২৪ সালের ৮ জুন দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনে ২৫-এ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। মামলাট বিচারে আসলে আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করে মঙ্গলবার দুপুরে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।

আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই। রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। এদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে দুই জনের ১৪ বছর করে কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুই জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে এদেরকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় । দণ্ডপঅপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী ও সাজাপ্রাপ্ত জসিম খলিফা (৩৬)ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার পুত্র।

আজ মঙ্গলবার দুপুর ২টায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ০১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলাম এ রায় দেন।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মাহেব হোসেন জানান., ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ৩ টায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুবর্ন চন্দ্র দে এর নেতৃত্বে তাদের আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার নোট ১৯৬ টি, ৫০০ টাকার নোট ২০০টি ও ২০০ টাকার নোট ৫ টি মোট ২ লাখ ৯৭ হাজার টাকা জাল টাকা জব্দ করা হয়। একইদিন এস আই সুবর্ণ চন্দ্র দে বাদি হয়ে আটক দুজনকে আসামী করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঝালকাঠি থানার

উপ-পরিদর্শক (এসআই)সিদ্দিকুর রহমান ২০২৪ সালের ৮ জুন দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনে ২৫-এ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। মামলাট বিচারে আসলে আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করে মঙ্গলবার দুপুরে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার।

আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই। রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। এদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।