
জুলাই গণ–অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে (১৯) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ–উজ–জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার এ আদেশ দেন। যাত্রাবাড়ী মডেল থানায় করা এ মামলায় গত ২০ মে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সাজ্জাদ।