
ঝিনাইদহ প্রতিনিধ কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল রোডে শতবর্ষী একটি বিশাল কড়াইগাছ উপড়ে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ফুড গোডাউন সংলগ্ন জনপ্রিয় গল্পঘর রেস্টুরেন্টের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোররাতে প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে গাছটি হঠাৎ ভেঙে পড়ে। গাছের মূল শেকড় ছিল নড়বড়ে অবস্থায় এবং আগেই স্থানীয়রা এটি অপসারণের জন্য সতর্ক করেছিল।
গাছটি রেস্টুরেন্টের একাংশ ভেঙে দেয়, তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। গল্পঘর রেস্টুরেন্টের মালিক বলেন, “ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দেখি গাছ পড়ে পুরো সামনের অংশ ঢেকে ফেলেছে।
কয়েকজন কর্মী অল্পের জন্য প্রাণে বেঁচেছে।” স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পুরনো ঝুঁকিপূর্ণ গাছগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।