ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জাপার মিছিলে হামলা, একজনকে গণধোলাই

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় নগরীর ফকির বাড়ি রোডে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আকতার রহমান সপ্রু, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আ. জলিল, যুব সংহতির বরিশাল জেলা সভাপতি নজরুল ইসলাম হেমায়েত ও মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জুম্মান।

জানা গেছে, হামলায় জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে জাপা নেতাকর্মীরা। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। প্রথমে হতচকিয়ে উঠলেও পরে পাল্টা প্রতিরোধ গড়ে নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে গণধোলাই দেয়।

মহসিন উল ইসলাম হাবুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হই। এরপর কিছু সন্ত্রাসী বিনা উসকানিতে আমাদের ওপর লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে। সে কে এবং কোন দলের সেটি যেমন খতিয়ে দেখতে হবে তেমনি কার উসকানিতে এ হামলা তাও আমরা জানতে চাই। একই সঙ্গে মব জাস্টিসের নামে চলা অপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। তাই গণধোলাইয়ের শিকার ব্যক্তিকে আটক করা হয়েছে বলা যাবে না, হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

বরিশালে জাপার মিছিলে হামলা, একজনকে গণধোলাই

প্রকাশের সময় : ০৮:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় নগরীর ফকির বাড়ি রোডে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আকতার রহমান সপ্রু, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আ. জলিল, যুব সংহতির বরিশাল জেলা সভাপতি নজরুল ইসলাম হেমায়েত ও মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জুম্মান।

জানা গেছে, হামলায় জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে জাপা নেতাকর্মীরা। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। প্রথমে হতচকিয়ে উঠলেও পরে পাল্টা প্রতিরোধ গড়ে নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে গণধোলাই দেয়।

মহসিন উল ইসলাম হাবুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হই। এরপর কিছু সন্ত্রাসী বিনা উসকানিতে আমাদের ওপর লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে। সে কে এবং কোন দলের সেটি যেমন খতিয়ে দেখতে হবে তেমনি কার উসকানিতে এ হামলা তাও আমরা জানতে চাই। একই সঙ্গে মব জাস্টিসের নামে চলা অপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। তাই গণধোলাইয়ের শিকার ব্যক্তিকে আটক করা হয়েছে বলা যাবে না, হেফাজতে নেওয়া হয়েছে।