
নেত্রকোণায় ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ, দুই জন আটক
নেত্রকোণার দুর্গাপুরে নিষিদ্ধ ভারতীয় মদসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে পুলিশ।এসময় দুইজনকে আটক করা হয়। আটকেরা হচ্ছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। তাদেরকে থানায় মামলা দায়েরের পর আজ শনিবার (৩১ মে) দুপুরে দুর্গাপুর বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপভ্যানকে থামায়ে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপভ্যানে থাকা বিভিন্ন ব্রান্ডের ১৩০ বোতল ভারতীয় মদ প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে জব্দ করা হয়। এসময় মাদক কারবারি পিকাপভ্যানটি চালকসহ দুইজনকে আটক করা হয়।
পরে থানায় আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারদের দুর্গাপুর বিচারিক আদালতে সোপর্দ করা হলে আজ বিকালে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওসি আরও বলেন, ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে। এই বিষয়টি মাথায় রেখে চোরাচালান হয় এমন গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে।