
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। গতকাল শনিবার ১৪ জুন রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হায়ফাকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এরপর রোববার (১৫ জুন) মধ্যরাতে আরেক দফা মিসাইল ছুড়ে দেশটি।
এ মুহূর্তে দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায় সতর্কতা সাইরেন বাজছে। অর্থাৎ নতুন হামলায় লক্ষ্য করা হয়েছে তেলআবিব ও এর আশপাশের অঞ্চলকে।
দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব সাধারণ ইসরায়েলিকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
আরও গড়ুনঃ https://bengalnewstv.com/archives/1795
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ মধ্যরাতে ইরান আরও হামলা চালাবে বলে সতর্কতা দিয়েছিল ইসরায়েলি আর্মি রেডিও। তারা এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছিল। সূত্রটি বলেছিল, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, আজ রাতে ইরান আরও হামলার প্রস্তুতি নিচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা ইরানের ছোড়া এসব মিসাইল ভূপাতিতের প্রস্তুতি নিচ্ছে। এর আগে হায়ফা লক্ষ্য করে ইরান যেসব মিসাইল ছুড়েছিল সেগুলোর বেশকিছু সরাসরি আঘাত এনেছিল ।