ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুর বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহতসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাতে দুই জেলার সীমান্তবর্তী এলাকা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী বরিশাল গেট চাইনিজ রেস্টুরেন্টের সামনে (হাইওয়ে রেস্টুরেন্ট) এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক (২৩) ও যুগ্ম আহ্বায়ক কিরণ আক্তার (২৬)। তারা দুজনই মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাদের দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী একটি মিনি ট্রাকে করে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি মৌসুমি ফল পৌঁছে দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীরা। ফলগুলো বিতরণ শেষে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে ট্রাকে করেই ফিরছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে এলে মিজান পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তাদের মিনি ট্রাককে রাস্তার পাশে চাপ দেয়।

পরে মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকার বরিশাল গেট রেস্টুরেন্টে এসে গাড়িটি দাঁড়ালে চাপ দেওয়ার কারণ জানতে চান বৈষম্যবিরোধী নেতারা। এ সময় গাড়ির শ্রমিকরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের গালিগালাজ করে এবং নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে বাসের হেলপার। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রেস্টুরেন্টের ছাদে থাকা একদল কিশোর লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রিশাদ রাব্বি জানান, রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোবহান মুন্সীর বাড়িতে আম, কাঁঠাল, লিচুসহ মৌসুমি ফল দিয়ে আসার সময় মিজান পরিবহন নামে একটি বাস আমাদের পিকআপটিকে (মিনি ট্রাক) চাপ দেয় এবং গাড়ির হেলপার আমাদের নেত্রীদের (নারী সদস্য) টিজ করে (কুরুচিপূর্ণ কথা বলে)। এ নিয়ে কথা বললে আমাদের ওপর একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালায়। ওরা সবাই বরিশাল গেট রেস্টুরেন্টের ছাদে বসা ছিল। আমাদের ঝামেলা ছিল মিজান গাড়ির হেলপারের সঙ্গে কিন্তু ওরা হামলা করল কেন! এ ঘটনার সঠিক বিচার চাই।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর জানান, রেস্টুরেন্টে আমরা খাওয়া-দাওয়া করার জন্য আসি। এ সময় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা কিরণ ও আশিক গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাদারীপুর বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা

প্রকাশের সময় : ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহতসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাতে দুই জেলার সীমান্তবর্তী এলাকা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী বরিশাল গেট চাইনিজ রেস্টুরেন্টের সামনে (হাইওয়ে রেস্টুরেন্ট) এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক (২৩) ও যুগ্ম আহ্বায়ক কিরণ আক্তার (২৬)। তারা দুজনই মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাদের দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী একটি মিনি ট্রাকে করে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি মৌসুমি ফল পৌঁছে দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীরা। ফলগুলো বিতরণ শেষে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে ট্রাকে করেই ফিরছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে এলে মিজান পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তাদের মিনি ট্রাককে রাস্তার পাশে চাপ দেয়।

পরে মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকার বরিশাল গেট রেস্টুরেন্টে এসে গাড়িটি দাঁড়ালে চাপ দেওয়ার কারণ জানতে চান বৈষম্যবিরোধী নেতারা। এ সময় গাড়ির শ্রমিকরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের গালিগালাজ করে এবং নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে বাসের হেলপার। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রেস্টুরেন্টের ছাদে থাকা একদল কিশোর লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রিশাদ রাব্বি জানান, রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোবহান মুন্সীর বাড়িতে আম, কাঁঠাল, লিচুসহ মৌসুমি ফল দিয়ে আসার সময় মিজান পরিবহন নামে একটি বাস আমাদের পিকআপটিকে (মিনি ট্রাক) চাপ দেয় এবং গাড়ির হেলপার আমাদের নেত্রীদের (নারী সদস্য) টিজ করে (কুরুচিপূর্ণ কথা বলে)। এ নিয়ে কথা বললে আমাদের ওপর একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালায়। ওরা সবাই বরিশাল গেট রেস্টুরেন্টের ছাদে বসা ছিল। আমাদের ঝামেলা ছিল মিজান গাড়ির হেলপারের সঙ্গে কিন্তু ওরা হামলা করল কেন! এ ঘটনার সঠিক বিচার চাই।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর জানান, রেস্টুরেন্টে আমরা খাওয়া-দাওয়া করার জন্য আসি। এ সময় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা কিরণ ও আশিক গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।