ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৫:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ দুর্দান্ত ফলাফল অর্জন করেছে। মোট ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন পেয়েছেন সর্বোচ্চ জিপিএ-৫, যা শতভাগ পাসের হারের পাশাপাশি ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের রেকর্ড গড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।২০২৪ সালেও একই হারে- ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, যা ক্যাডেট কলেজগুলোর ফলাফল অর্জনে ধারাবাহিকতা বজায় রাখার প্রমাণ।

অংশগ্রহণকারী কলেজসমূহ

ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, কুমিল্লা, ময়মনসিংহ গার্লস, ফেনী গার্লস এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

আইএসপিআর জানায়, ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

শুধু একাডেমিক সাফল্য নয়, চৌকস, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাও কলেজগুলোর অন্যতম উদ্দেশ্য। এজন্য পাঠ্যবিষয়ের পাশাপাশি সহশিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব এবং চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অসাধারণ ফলাফলের পেছনে রয়েছে কলেজগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, অধ্যবসায়, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ পরিশ্রম।

এছাড়া, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের গঠনমূলক দিকনির্দেশনা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষ ব্যবস্থাপনা এবং অভিভাবকদের সমর্থন এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একই দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ এবং মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৯৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল

প্রকাশের সময় : ০৫:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ দুর্দান্ত ফলাফল অর্জন করেছে। মোট ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন পেয়েছেন সর্বোচ্চ জিপিএ-৫, যা শতভাগ পাসের হারের পাশাপাশি ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের রেকর্ড গড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।২০২৪ সালেও একই হারে- ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, যা ক্যাডেট কলেজগুলোর ফলাফল অর্জনে ধারাবাহিকতা বজায় রাখার প্রমাণ।

অংশগ্রহণকারী কলেজসমূহ

ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, কুমিল্লা, ময়মনসিংহ গার্লস, ফেনী গার্লস এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

আইএসপিআর জানায়, ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

শুধু একাডেমিক সাফল্য নয়, চৌকস, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাও কলেজগুলোর অন্যতম উদ্দেশ্য। এজন্য পাঠ্যবিষয়ের পাশাপাশি সহশিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব এবং চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অসাধারণ ফলাফলের পেছনে রয়েছে কলেজগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, অধ্যবসায়, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ পরিশ্রম।

এছাড়া, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের গঠনমূলক দিকনির্দেশনা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষ ব্যবস্থাপনা এবং অভিভাবকদের সমর্থন এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একই দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ এবং মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৯৭ জন।