
দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক। পার্কটিতে কেউ এসেছেন পরিবার নিয়ে ঘুরতে আবার কেউ এসেছেন বন্ধুদের সাথে ঘুরতে ।
এবারের ঈদেও ছুটি দীর্ঘ হওয়ায় পরিবার ও স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন সবাই । পরিবারের বড়রাও ছোটদের নিয়ে বিভিন্ন রাইড শেয়ার করছেন । আর ছোটরা তা উপভোগ করছেন । সব মিলে পার্কটি সকাল থেকে সন্ধা পর্যন্ত দর্শনাথর্ীদের আগমনে মুখর থাকছে । ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে এভাবেই আনন্দে মেতে উঠেছেন সবাই ।
বিশেষ করে পার্কে উঠতি বয়সি তরুন তরুনিদের আগমন ছিল বেশি । পার্কটির সুইমিং পুলে গানের তালে ঢেউ খেলায় মেতে উঠেছেন তরুন । আর যারা পরিবার নিয়ে এসেছেন তারাও ছোটদের সাথে বিভিন্ন রাইডে অংশ নিয়েছেন ।পরিবার নিয়ে অনেকে ইস্পি বোর্ড পায়ে চালিত নৌকা বা ছোট্ট ট্রেনে উঠছেন। আর এভাবেই সকাল থেকে সন্ধা পর্যন্ত দর্শনার্থীদের পদচারনায় মুখর থাকছেন : আগত পর্যটকরা আনন্দ করতে এসেছি দর্শনার্থী বলেছেন আমরা এখানে ঘুরতে এসেছি শিপলু জামান ঝিনাইদহ