
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, ঢাবি,পারি,ওয়ার্ল্ড ভিশন ও ইউনিসেফের সার্বিক সহযোগিতায় ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, ধর্মপাশা উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, আর্সেনিক নেটওয়ার্ক ধর্মপাশা ম্যানেজার, ধর্মপাশা উপজেলা পারি ও আহসানিয়া মিশনের ম্যানেজার প্রমুখ মো: ইমাম হোসেন