নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এসব অভিযোগে দল থেকে শোকজ করার পর তার যথাযথ জবাব দিয়েছেন বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে উপজেলা শহরের কংস থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। বাস্তবতার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই।” তিনি দাবি করেন, মসজিদের কোনো টাকা তিনি আত্মসাৎ করেননি বরং সর্বোচ্চ চেষ্টা করেছেন মসজিদের উন্নয়নে অবদান রাখতে।
তিনি জানান, গত বছরের ৫ আগস্টের আগে বৈধভাবে সভাপতি নির্বাচিত হন। নদীর টাকা নেওয়া, সড়কের ইটের খোয়া ব্যবহার এবং দলের প্রভাব খাটিয়ে কাউকে হয়রানির অভিযোগও তিনি অস্বীকার করেন। টিপন মিয়া আরও বলেন, তার ভাইয়ের জমি দখলের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা।
আমি কোনো জমি দখল করিনি। প্রয়োজনে সরেজমিনে তদন্ত করে দেখলেই সত্যতা পাওয়া যাবে,” বলেন তিনি। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগে জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।