
দেশের তিনটি ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করেছে সংস্থাটি।
ভুয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি (ইউএসএ); ট্রিনিটি ইউনিভার্সিটি (ইউএসএ) এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউ ইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি অব)। সরকার ও কমিশন থেকে এ ধরনের কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে ইউজিসি।
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং ট্রিনিটি ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থীর সনদ যাচাইয়ের লক্ষ্যে কমিশনে আবেদন করে। সনদ যাচাইয়ের সময় ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনার বিষয়টি জানতে পারে ইউজিসি।
আইনজীবি কামরুল হাসান বলেন, যদি কোন ব্যাক্তি ভূয়া প্রতিষ্টান থেকে কোন ডিগ্রী অর্জন করেন তাহলে তা বৈধ বলে বিবেচিত হবে না। কারণ প্রতিষ্টানটিরই কোন বৈধতা নেই। অবৈধ প্রতিষ্টান থেকে যদি কোন ব্যাক্তি সেই ডিগ্রী নিয়ে তা ব্যাবহার করে তা আইনগত অবৈধ বলে বিবেচিত হবে। যদি কোন ব্যাক্তি স্ব-প্রনোদিত হয়ে এই ডিগ্রীর ব্যাপারে আদালতে মামলা দায়ের করেন তা হলে আদালত তা আমলে নিবেন। এই মামলায় বাদি যদি সঠিক প্রমানাধি আদালতে উপস্থাপন করতে পারেন তাহলে আদালত দুষি ব্যাক্তির বিরুদ্বে জেল- জরিমানার বিধানে ব্যাবস্থা গ্রহণ করবে।