
নেত্রকোণা ৩, (আটপাড়া-কেন্দুয়া)আসনে রুয়াইলবাড়ি জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র ৭ জন মনোনয়ন প্রত্যাশীর ঐতিহাসিক ঘোষণা প্রদান ॥
১৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকেলে বিএনপি’র প্রস্তাবিত ৩১ দফা নিয়ে মত বিনিময় অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশী উপস্থিত যে কোন একজন প্রার্থী মনোনয়ন পেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন ।
উপস্থিত স্থানীয় প্রায় একহাজার নেতা কর্মি এ ব্যাপারে হাত তুলে ঐক্যমত প্রকাশ করেছেন।
এই ঐতিহাসিক মুহূর্তে প্রত্যেকে হাতে হাত ধরে দুহাত তুলা ৭ জন প্রার্থীর
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় রোয়াইলবাড়ী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু।
সভায় সভাপতিত্ব করেন রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভুঞা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহকারী মহাসচিব রোটারিয়ান এম. নাজমুল হাসান, ‘আমরা জিয়া পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জেড এইচ হাসান বিন শফিক সোহাগ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম.জি. মাসুম রাসেল এবং মেজর (অবঃ) সৈয়দ আবু বকর সিদ্দিক ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভুঞা বাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ. মতিন রুমেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
তারা আরও আশা প্রকাশ করেন, কেন্দুয়া-আটপাড়া আসনে তৃণমূলের যোগ্য নেতাকে মনোনয়ন দেবেন তারেক রহমান। বক্তারা এ সময় পুলিশ প্রশাসনকে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।