ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেতৃত্ব নয়, দায়িত্ব নিতে চান—কলমাকান্দা-দুর্গাপুরের গর্ব ব্যারিস্টার কায়সার কামাল”

  • নুরুল হুদা
  • প্রকাশের সময় : ০১:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মোঃ নুরুল হুদা

রাজনীতি অনেকেই করে। কেউ চেয়ে নেয়, কেউ ছিনিয়ে নেয়।
কিন্তু খুব কম মানুষই আছেন, যাদের জনগণ নিজে থেকে চায় নেতৃত্বে দেখতে।
ব্যারিস্টার কায়সার কামাল ঠিক তেমনই এক ব্যতিক্রমধর্মী নাম।
তিনি শুধু একজন নেতা নন—তিনি এক অদৃশ্য বটগাছ যাঁর ছায়া দিয়েছে দুর্দিনে, সাহস জুগিয়েছে ভয় ও হুমকির মুখে।

যিনি ছিলেন ভয়ার্ত রাতের ভরসা, তিনিই এখন আশার প্রার্থী

নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর—এই দুই জনপদ যখন সন্ত্রাস, মামলা আর দমন-পীড়নের ছায়ায় ঢাকা পড়েছিল,
তখন অধিকাংশ নেতা ছিলেন নিশ্চুপ, আড়ালে।
কিন্তু ঠিক তখনই যিনি ছিলেন সক্রিয়, সাহসী, নির্ভরযোগ্য কণ্ঠ—তিনি ব্যারিস্টার কায়সার কামাল।

কারা কখন গ্রেপ্তার হলো, কোন পরিবার চোখের জল ফেলছে, কোন মামলার আসামি নির্দোষ,
এসব তথ্য তিনি জানতেন, বুঝতেন এবং নিজেই দাঁড়িয়ে যেতেন পাশে।

পরোপকার তাঁর অভ্যাস, সততা তাঁর শক্তি, নিষ্ঠা তাঁর পরিচয়

ব্যারিস্টার কায়সার কামাল নিজের স্বার্থ ভুলে শত শত নেতা-কর্মীর আইনি লড়াইয়ে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন।
নিজের পেশাগত সফলতাকে ব্যবহার করেছেন নিপীড়িত মানুষের জন্যে।
তিনি কেবল আইনজীবী ছিলেন না, ছিলেন এক একজনের স্বজন, সহযোদ্ধা ও সাহস।

মামলার খোঁজ তিনি রেখেছেন পরিবারের আগে
আইনি সহায়তায় অর্থ নয়, প্রাধান্য পেয়েছে মানবিকতা
তিনি ছিলেন নেতা নয়, আশ্রয়

আজ তিনি মনোনয়নপ্রত্যাশী—but not for power, but for people

আজ এই পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান মানুষটি মনোনয়নপ্রত্যাশী।
তবে তিনি নেতা হতে চান না “ক্ষমতার জন্য”—
তিনি নেতা হতে চান দায়িত্ব পালনের সুযোগের জন্য।

যে মানুষ বিপদে পাশে ছিল, এখন তাকে মানুষ চায় সামনে
তাঁর সততা ও সহানুভূতির ভিত্তিতে গড়ে উঠেছে অগণিত কর্মী-সমর্থকের ভালবাসা
জনগণের মুখে উচ্চারিত একটাই কথা:
এইবার কায়সার ভাই ছাড়া কাউকে চাই না!”

নেত্রকোনার অহংকার হয়ে উঠেছেন যিনি, এখন তিনিই সময়ের দাবি

নেত্রকোনার রাজনীতি একটা বড় মোড়ে এসে দাঁড়িয়েছে। এখন দরকার এমন নেতৃত্ব, যিনি ত্যাগের প্রমাণ রেখেছেন, যিনি মাঠে ছিলেন, ব্যানারে নয়
যিনি মিটিংয়ের চেয়ে মানুষের চোখে বেশি জায়গা পেয়েছেন।

ব্যারিস্টার কায়সার কামাল সেই নাম—যিনি শুধুই প্রার্থী নন, তিনি সময়ের প্রয়োজনে জন্ম নেওয়া এক আশা।

নেতৃত্ব তখনই পূর্ণতা পায়, যখন নেতৃত্বের মানুষ হয় হৃদয়ের কাছের।
ব্যারিস্টার কায়সার কামাল সেই নেতা—যিনি ছিলেন নির্যাতনের রাতে আলো, আজ তিনি হতে চান আগামী দিনের পথপ্রদর্শক।
তিনি নেত্রকোনার গর্ব, কলমাকান্দা-দুর্গাপুরের অহংকার, এবং সময়ের প্রার্থী—জনগণের ভালবাসা দিয়ে গড়া এক ব্যতিক্রমধর্মী মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

নেতৃত্ব নয়, দায়িত্ব নিতে চান—কলমাকান্দা-দুর্গাপুরের গর্ব ব্যারিস্টার কায়সার কামাল”

প্রকাশের সময় : ০১:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ মোঃ নুরুল হুদা

রাজনীতি অনেকেই করে। কেউ চেয়ে নেয়, কেউ ছিনিয়ে নেয়।
কিন্তু খুব কম মানুষই আছেন, যাদের জনগণ নিজে থেকে চায় নেতৃত্বে দেখতে।
ব্যারিস্টার কায়সার কামাল ঠিক তেমনই এক ব্যতিক্রমধর্মী নাম।
তিনি শুধু একজন নেতা নন—তিনি এক অদৃশ্য বটগাছ যাঁর ছায়া দিয়েছে দুর্দিনে, সাহস জুগিয়েছে ভয় ও হুমকির মুখে।

যিনি ছিলেন ভয়ার্ত রাতের ভরসা, তিনিই এখন আশার প্রার্থী

নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর—এই দুই জনপদ যখন সন্ত্রাস, মামলা আর দমন-পীড়নের ছায়ায় ঢাকা পড়েছিল,
তখন অধিকাংশ নেতা ছিলেন নিশ্চুপ, আড়ালে।
কিন্তু ঠিক তখনই যিনি ছিলেন সক্রিয়, সাহসী, নির্ভরযোগ্য কণ্ঠ—তিনি ব্যারিস্টার কায়সার কামাল।

কারা কখন গ্রেপ্তার হলো, কোন পরিবার চোখের জল ফেলছে, কোন মামলার আসামি নির্দোষ,
এসব তথ্য তিনি জানতেন, বুঝতেন এবং নিজেই দাঁড়িয়ে যেতেন পাশে।

পরোপকার তাঁর অভ্যাস, সততা তাঁর শক্তি, নিষ্ঠা তাঁর পরিচয়

ব্যারিস্টার কায়সার কামাল নিজের স্বার্থ ভুলে শত শত নেতা-কর্মীর আইনি লড়াইয়ে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন।
নিজের পেশাগত সফলতাকে ব্যবহার করেছেন নিপীড়িত মানুষের জন্যে।
তিনি কেবল আইনজীবী ছিলেন না, ছিলেন এক একজনের স্বজন, সহযোদ্ধা ও সাহস।

মামলার খোঁজ তিনি রেখেছেন পরিবারের আগে
আইনি সহায়তায় অর্থ নয়, প্রাধান্য পেয়েছে মানবিকতা
তিনি ছিলেন নেতা নয়, আশ্রয়

আজ তিনি মনোনয়নপ্রত্যাশী—but not for power, but for people

আজ এই পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান মানুষটি মনোনয়নপ্রত্যাশী।
তবে তিনি নেতা হতে চান না “ক্ষমতার জন্য”—
তিনি নেতা হতে চান দায়িত্ব পালনের সুযোগের জন্য।

যে মানুষ বিপদে পাশে ছিল, এখন তাকে মানুষ চায় সামনে
তাঁর সততা ও সহানুভূতির ভিত্তিতে গড়ে উঠেছে অগণিত কর্মী-সমর্থকের ভালবাসা
জনগণের মুখে উচ্চারিত একটাই কথা:
এইবার কায়সার ভাই ছাড়া কাউকে চাই না!”

নেত্রকোনার অহংকার হয়ে উঠেছেন যিনি, এখন তিনিই সময়ের দাবি

নেত্রকোনার রাজনীতি একটা বড় মোড়ে এসে দাঁড়িয়েছে। এখন দরকার এমন নেতৃত্ব, যিনি ত্যাগের প্রমাণ রেখেছেন, যিনি মাঠে ছিলেন, ব্যানারে নয়
যিনি মিটিংয়ের চেয়ে মানুষের চোখে বেশি জায়গা পেয়েছেন।

ব্যারিস্টার কায়সার কামাল সেই নাম—যিনি শুধুই প্রার্থী নন, তিনি সময়ের প্রয়োজনে জন্ম নেওয়া এক আশা।

নেতৃত্ব তখনই পূর্ণতা পায়, যখন নেতৃত্বের মানুষ হয় হৃদয়ের কাছের।
ব্যারিস্টার কায়সার কামাল সেই নেতা—যিনি ছিলেন নির্যাতনের রাতে আলো, আজ তিনি হতে চান আগামী দিনের পথপ্রদর্শক।
তিনি নেত্রকোনার গর্ব, কলমাকান্দা-দুর্গাপুরের অহংকার, এবং সময়ের প্রার্থী—জনগণের ভালবাসা দিয়ে গড়া এক ব্যতিক্রমধর্মী মানুষ।