
কেন্দুয়ায় হাওড় থেকে গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামে হাওড় থেকে গরু আনতে গিয়ে এনামুল মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার ২ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ এনামুল মিয়া মোজাফরপুর গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও সে গ্রামের পাশের জালিয়ার হাওড়ের চর এলাকায় গরু চড়াতে যায়। বিকালে গরু নিয়ে ফিরে আসার সময় তার সঙ্গীরা নৌকায় করে হাওড় পার হয়ে গ্রামে ফিরে এলেও এনামুল ও তার সঙ্গে থাকা আরেক যুবক সাঁতরে পার হওয়ার চেষ্টা করে।
এ সময় অন্য যুবক তীরে পৌঁছালেও এনামুল নদী পার হওয়ার মাঝপথে নিখোঁজ হয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।সংবাদ পেয়ে এনামুলের পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ০২/০৬/২০২৫ ইং রাত ৯ টা তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হতে পারে বলে পরিবার সূত্রে জানা গেছে।