ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়া-আটপাড়ায় ৩১ দফা প্রচারে সক্রিয় দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

মঙ্গলবার (৩০/০৯/২০২৫) সকালে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কৃষ্ণরামপুর সকালের বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।

বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কর্মসূচিতে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ। এটি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, দুর্নীতি, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটবে।

আমরা জনগণের পাশে থেকে বিএনপির এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি।” উপস্থিত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে এ ধরনের কর্মসূচি এলাকায় বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করছে। তাদের বিশ্বাস, ৩১ দফার বার্তা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি ঐক্যবদ্ধ হবে জনগণ।

স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষ জানান, লিফলেট পড়ে তারা তারেক রহমানের ঘোষিত দফাগুলো সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন। অনেকেই বলেন, দীর্ঘদিন পর তারা মাঠে এভাবে বিএনপির নেতাদের কর্মসূচি প্রত্যক্ষ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

কেন্দুয়া-আটপাড়ায় ৩১ দফা প্রচারে সক্রিয় দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল

প্রকাশের সময় : ১০:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

মঙ্গলবার (৩০/০৯/২০২৫) সকালে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কৃষ্ণরামপুর সকালের বাজারে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।

বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কর্মসূচিতে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ। এটি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, দুর্নীতি, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটবে।

আমরা জনগণের পাশে থেকে বিএনপির এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি।” উপস্থিত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে এ ধরনের কর্মসূচি এলাকায় বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করছে। তাদের বিশ্বাস, ৩১ দফার বার্তা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি ঐক্যবদ্ধ হবে জনগণ।

স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষ জানান, লিফলেট পড়ে তারা তারেক রহমানের ঘোষিত দফাগুলো সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন। অনেকেই বলেন, দীর্ঘদিন পর তারা মাঠে এভাবে বিএনপির নেতাদের কর্মসূচি প্রত্যক্ষ করেছেন।