
নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে মদন থানাধীন সাইডুলী নদী সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের জাহিমের ছোট ভাই সাফায়ত (৩৫) গরুর জন্য ঘাস কাটতে গেলে মদনের নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের আলী বকসের ছেলে সুমনের নেতৃত্বে স্থানীয়রা বাধা দেয়।
এ থেকেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সংঘর্ষে কেন্দুয়ার অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত আঃ আজিজের ছেলে জাহিম (৪৫), আঃ মসজিদ ফকিরের ছেলে সাইকুল (২০), রফিকুল ইসলামের ছেলে আউয়াল এবং জাহিমের ছেলে তমাল (১৯)-কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও সীমান্তবর্তী ওই এলাকায় মাছ ধরা, বাঁধ নির্মাণ ও জাল নিয়ে বিরোধের একাধিক ঘটনা ঘটেছে। এসব নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”