
ছবি সংগৃহিত
রাজধানীতে আজ সোমবার সকালে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হয়েছিল গতকাল রোববার রাত থেকেই। আজ ভোরের দিক থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এর কারণে নগরীর অনেক স্থানে পানি জমে যায়।
এতে বিপদে পড়েন অফিসগামী যাত্রীরা। শুধু রাজধানী নয়, বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবার আগামী বুধবারও আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে।গ্রিনরোডে এত পানি ছিল আজ সোমবার সকাল ১০টার দিকেও।
আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি আজ বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আজকের এই বৃষ্টি। রাজধানীতে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল দিবাগত রাত ১২টা থেকে সকাল ৯টা—এই ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় ফেনীতে, ১১৬ মিলিমিটার।কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলে। আর এর বেশি হলে তাকে বলা হয় অতি ভারী বৃষ্টি।