
নেত্রকোনার মদনে চুরিকৃত স্বর্ণ অলংকার নারী চোরসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো—নেত্রকোনা সদর উপজেলার সাতপাই রেল কলোনি এলাকার মালেক মিয়ার মেয়ে পাখি আক্তার (২৫), এবং একই এলাকার রেহান এর মেয়ে তানজিলা আক্তার , এবং পিতা অজ্ঞাত ওয়াসিম মিয়া ( ১৯)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর মদন পৌর সদরের শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের শফিকুর রহমানের বাসা পাশে প্লাস্টিক বোতল টুকাইতে আসে দুই নারী ও এক যুবক।
পরে শফিকুর রহমানের ঘরে তালা ঝুলতে দেখে তালা ভেঙে প্রথমে দুই নারী চোর পরে এক যুবক বাসার ভেতরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ,১০ আনা ওজনের একজোড়া স্বর্ণের বালা, ৮ আনা ওজনের একজোড়া কানের দুল, ১৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে পালিয়ে যায় তারা।
পরে বিষয়টি দ্রুত গতিতে মদন থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই নারী চোর ও এক যুবককে সনাক্ত করে নেত্রকোনার মদন বাস স্ট্যান্ড এলাকা থেকে ঔদিন রাতেই দুই নারী চোর ও এক যুবককে আটক করে মদন থানায় নিয়ে আসেন।
আটককৃতদের কাছ থেকে একজোড়া কানের দুল একজোড়া স্বর্ণের বালা উদ্ধার করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণের চেইন উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত নারী চোর পাখি আক্তারের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে ৮ টি এবং তানজিনা আক্তারের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে ১০ টি।
এ বিষয়ে মদন থানা তদন্ত ওসি দেবাংশু দে বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার তিনজনকেই নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।