
রাজধানীতে একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই রুমে দুটি চিরকুট পাওয়া যায়। যার একটিতে লেখা ছিল ‘মা আমার জন্য দোয়া করিও, অভিশাপ দিও না। অপরটিতে লেখা ছিল ‘আমার লাশ আমার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন।’
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত শিক্ষার্থীর নাম জহিরুল ইসলাম রাকিব (২০)। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে। সে ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে ও স্থানীয় একটি কলেজে লেখাপড়া করতো।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, খবর পেয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডের আয়েশামনি আবাসিক হোটেলে যায় পুলিশ। পরে হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের দরজা ভেঙে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, হোটেলের বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল রাকিব। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আয়েশামনি আবাসিক হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জহির বলেন, ১৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে একাই ওই যুবক হোটেলটিতে আসে। এরপর ২০৬ নম্বর রুমটি ভাড়া নেয় ও দুইদিন থাকবে বলে জানায়। ১৬ তারিখ বেলা ১২টার দিকে তাকে চেকআউটের জন্য দরজায় নক করা হলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায় না। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ সময় পুলিশ ওই রুম থেকে দুটি চিরকুট উদ্ধার করে। যার একটিতে লেখা ছিল ‘আমার লাশ আবার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন।’ অপরটিতে লেখা ছিল ‘মা আমার জন্য দোয়া করিও। অভিশাপ দিও না।’