
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নগ্ন হামলার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের সন্মুখে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ প্রতীকী মিছিল বের হয়।
হাতে মশাল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ জানায়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব উমর ফারুক রবিন, ছাত্র অধিকার পরিষদ কেন্দুয়া শাখার সভাপতি এম. এইচ. সরকার হিমেল, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম সদস্য সচিব লাল মিয়া প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আহবায়ক খাইরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এম. এইচ. সরকার হিমেল এবং উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব উমর ফারুক রবিন।
বক্তারা নুরুল হক নূরসহ নেতা-কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আরও জানান, গণঅধিকার পরিষদের উপর এ ধরনের দমন-নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে আন্দোলন জোরদার করা হবে।