
ছবি সংগৃহিত
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাহবুব আলমকে আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে সিলেট জেলার কানাইঘাট উপজেলায় নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ না করলে ওই দিনের অপরাহ্ণে Stand Release পদ্ধতির মাধ্যমে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়।
শ্রীপুরে যুব উন্নয়ন কার্যক্রম কার্যত খাতা-কলমেই সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ করেছেন নাগরিকরা। স্থানীয়দের দাবি, তিনি পৌরসভার গুরুত্বপূর্ণ দুটি ওয়ার্ড এবং উপজেলার একটি ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। পাশাপাশি, পৌরসভার প্যানেল মেয়র হিসেবে একাধিক আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন, যার মধ্যে কর নির্ধারণ ও মওকুফ কমিটি অন্যতম। জনদুর্ভোগ ও ক্ষোভ সম্প্রতি পৌর কর নির্ধারণকে কেন্দ্র করে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। নাগরিকদের অভিযোগ, অব্যবস্থাপনা ও অসাংবিধানিক প্রভাবের কারণে অতিরিক্ত কর ধার্য করা হয়েছে। এ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, স্বয়ং পৌর প্রশাসককে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৩১ জুলাই মাহবুব আলমকে বদলি করে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোমিনুল হককে। তিনি দ্রুত দায়িত্বভার গ্রহণ করে শ্রীপুরের যুব উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।