
ছবি সংগৃহীত
নেত্রকোনার মদন থানার পুলিশ সোমবার রাতে চাঁনগাও ইউনিয়নের শাহাপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবাসহ সাবিনা আক্তার (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মদন থানার তদন্ত (ওসি ) দেবাংশু কুমার দে নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ (১১) আগস্ট সোমবার ভোর রাত ৫ টার দিকে চাঁনগাও শাহাপুর গ্রাম থেকে
মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে
(১ শত ৫২ পিস) ইয়াবাসহ সাবিনা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
আটককৃত সাবিনা আক্তার উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের মাদক কারবারি রবিউলের (স্ত্রী)।
গত ( ৬ আগস্ট রাতে) ২০০ পিস ইয়াবা নিয়ে রবিউল পুলিশের হাতে গ্রেপ্তার হয়। বর্তমানে আটকৃত সাবিনা আক্তারের স্বামী রবিউল জেল হাজতে রয়েছে।
তার( স্ত্রী) সাবিনা আক্তার কে (১১ আগস্ট ভোর রাত ৫ টার দিকে (১ শত ৫২ পিস) ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত সাবিনা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দিয়ে নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।