
উপজেলা যুবদলের সদস্য সচিবের উদ্যেগে বাঁশ দিয়ে সাময়িকভাবে টেকসই করার চেষ্টা।
মনিরুল ইসলাম আকন্দ সোহেলঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সদ্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর দিকের দেয়াল হেলে পড়েছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) দেয়ালটি পাশের বাড়ির দিকে হেলে যাওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আশপাশের বাসিন্দারা চরম আতঙ্ক ও দুশ্চিন্তায় রয়েছেন।
জানা গেছে, ২০২৩ সালে ভবনটি উদ্বোধন করা হয়। কিন্তু মাত্র ২ বছরের মাথায় ভবনের এমন বেহাল অবস্থায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ করছেন, ভবন নির্মাণে মান বজায় না রাখার কারণেই দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং দেয়াল হেলে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধান ও মেরামতের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভবন নির্মাণে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের জবাবদিহিতা চেয়েছেন।
এদিকে কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু জানান, “দুই দিন ধরে দেখছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দেয়াল হেলে গেছে।
তৎক্ষণাৎ ইউএনও মহোদয়কে জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। পরে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি নিজ উদ্যোগে বাঁশ দিয়ে সাময়িকভাবে টেকসই করার চেষ্টা করেছি। তবে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
উপজেলাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।