
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) কমিটি ঘোষণার পর থেকেই একাংশ এর বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যার পর পৌর সদরে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটিতে ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ তুলেছে হৃদয়-মোবারক গ্রুপ। তারা কমিটিকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে দ্রুত বাতিলের দাবি জানান। এর জবাবে নতুন কমিটির সদস্যরা আনন্দ মিছিল করেন। অপরদিকে বঞ্চিতরা
প্রতিবাদ মিছিল করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পৌরসদরের শান্তিপ্রিয় বাসিন্দাদের অনেকের মতে, এ বিরোধ বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের ফল এবং এর সমাধান উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্যোগে হওয়া উচিত।
তবে গতকাল থেকে এখন পর্যন্ত উপজেলা বিএনপি নেতাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয় সচেতন নাগরিকদের আশঙ্কা, কলেজ ছাত্রদলের তরুণ নেতাকর্মীদের মধ্যে এই উত্তেজনা বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে।
তারা দ্রুত দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা কলেজ কমিটির বিরোধ নিরসন করতে না পারলে কেন্দুয়া উপজেলা বিএনপির বর্তমান দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব সামনে জাতীয় নির্বাচন কীভাবে সামলাবে—সেটা ভাবনার বিষয়।