
নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফুলু মারাক ওরফে পুলি নুজ দারিং (৪৫) নামের এক চা দোকানদার নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গোবিন্দপুর বলমাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর হক জানান, নিহত পুলি নুজ দারিং গোবিন্দপুর বলমাট বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি তাঁর দেনাদার আইয়ুব মারাক (৫০)–এর কাছে দোকানের কিছু পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব মারাক উত্তেজিত হয়ে পুলি নুজ দারিংকে ছুরিকাঘাত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ঘাতক আইয়ুব মারাককে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক আসামিকে থানায় রাখা হয়েছে।