ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

  পাবনা সাঁথিয়ায় সরকারী জমি দখলের মহোৎসব

  পাবনা উত্তর প্রতিনিধি : সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাবনার সাঁথিয়ায় ধোপাদহ ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার চোখের সামনে সরকারী খাস জমি দখলের মহোৎসব চলছে।

প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ দিকে সরকারী জায়গায় ঘর তুলতে নিষেধ করায়  ইউনিয়ন ভূমি কর্তার উপর চড়ায় হয় এবং তাঁকে অকথ্য ভাষা প্রয়োগ করে দখলকারীরা। সাংবাদিকদের কাছে  অসহায়ত্বের  কথা জানালেন ভূমি কর্মকর্তা।

স্থানীয়বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪  এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছে পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক। তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার,জ্যেতি চন্দ্র তালুকদার, পারবতী নাথ, নিজ হাল সাল ভারত, পক্ষে বাংলাদেশ সরকার । যা সরকারী খাস সম্পত্তি।

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করছে। অভিযোগ পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোকারম হোসেন বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হয় দখলদারেরা। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোকারম হোসেনের নিকট চাইলে তিনি তাঁর অসহায়াত্বের কথা জানালেন।

তিনি বলেন, আমি ইউএনও স্যারকে জানিয়েছি আপনারা তাঁর নিকট থেকে বক্তব্য নেন। এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি আপনি ইউএনও মহোদয়কে ফোন দিতে বলেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি যেহেতু এটা কাগজ পত্রে সরকারি জায়গা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

  পাবনা সাঁথিয়ায় সরকারী জমি দখলের মহোৎসব

প্রকাশের সময় : ০৭:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

  পাবনা উত্তর প্রতিনিধি : সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাবনার সাঁথিয়ায় ধোপাদহ ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার চোখের সামনে সরকারী খাস জমি দখলের মহোৎসব চলছে।

প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ দিকে সরকারী জায়গায় ঘর তুলতে নিষেধ করায়  ইউনিয়ন ভূমি কর্তার উপর চড়ায় হয় এবং তাঁকে অকথ্য ভাষা প্রয়োগ করে দখলকারীরা। সাংবাদিকদের কাছে  অসহায়ত্বের  কথা জানালেন ভূমি কর্মকর্তা।

স্থানীয়বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪  এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছে পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক। তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার,জ্যেতি চন্দ্র তালুকদার, পারবতী নাথ, নিজ হাল সাল ভারত, পক্ষে বাংলাদেশ সরকার । যা সরকারী খাস সম্পত্তি।

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করছে। অভিযোগ পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোকারম হোসেন বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হয় দখলদারেরা। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোকারম হোসেনের নিকট চাইলে তিনি তাঁর অসহায়াত্বের কথা জানালেন।

তিনি বলেন, আমি ইউএনও স্যারকে জানিয়েছি আপনারা তাঁর নিকট থেকে বক্তব্য নেন। এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি আপনি ইউএনও মহোদয়কে ফোন দিতে বলেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি যেহেতু এটা কাগজ পত্রে সরকারি জায়গা।