
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠণ জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে ছাড়াতে তার কর্মী সমর্থকদের জামালপুর সদর থানা অবস্থান করার ঘটনা ঘটেছে।
এসময় তার মুক্তির দাবীতে কয়েকশো মানুষ থানায় অবস্থান নেন। নাজমুল হক বাবুকে জুলাই-আগস্ট মাসে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার সন্ধ্যায় শহরের পাঁচরাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে জামালপুর সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই নাজমুল হক বাবুর কর্মী সমর্থকরা থানায় অবস্থান নেন।
১ ঘন্টা পর নাজমুল হক বাবুকে পুলিশ থানার সামনে আনেন। এসময় বাবু হাত নাড়িয়ে তার কর্মী সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন ও দোয়া চান।।তিনি দাবী করে বলেন, তিনি কোন অপরাধ করেন নি। আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। কোন রকম বিশৃঙ্খলা না করার অনুরোধ করে তিনি থানা থেকে বের হয়ে পুলিশের গাড়িতে করে আদালতে যান।
সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, সোমবার সন্ধ্যায় শহরের পাঁচরাস্তার মোড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিগত জুলাই-আগস্ট মাসের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।