ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন

 “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এমন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে উঠেছিল নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (২৬ জুলাই) সকালে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, “বছরের পর বছর ধরে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

 

অথচ এসব প্রতিষ্ঠানও দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।” তারা অভিযোগ করেন, এই বঞ্চনা শিশুদের প্রাপ্য অধিকার হরণ এবং সংবিধানের সাম্যের নীতির পরিপন্থী। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কেন্দুয়া-এর সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা মুসলেহা মাহবুব এবং কার্যকরী সদস্য মো. লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষক-অভিভাবক প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য দেন। বক্তারা বলেন, “

সরকার যেখানে ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানকে বাস্তবায়নের কথা বলছে, সেখানে কিছু শিক্ষার্থীকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা চরম বৈষম্য।” তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির জোর দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাদের এ দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে বিভাগীয় শহর কিংবা রাজধানীতেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ থেকে বক্তারা স্পষ্ট বার্তা দেন—“সবার জন্য শিক্ষা” বাস্তবায়ন চাই, বাছাইকৃতদের জন্য নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

 “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এমন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে উঠেছিল নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (২৬ জুলাই) সকালে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, “বছরের পর বছর ধরে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

 

অথচ এসব প্রতিষ্ঠানও দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।” তারা অভিযোগ করেন, এই বঞ্চনা শিশুদের প্রাপ্য অধিকার হরণ এবং সংবিধানের সাম্যের নীতির পরিপন্থী। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কেন্দুয়া-এর সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা মুসলেহা মাহবুব এবং কার্যকরী সদস্য মো. লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষক-অভিভাবক প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য দেন। বক্তারা বলেন, “

সরকার যেখানে ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানকে বাস্তবায়নের কথা বলছে, সেখানে কিছু শিক্ষার্থীকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা চরম বৈষম্য।” তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির জোর দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাদের এ দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে বিভাগীয় শহর কিংবা রাজধানীতেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ থেকে বক্তারা স্পষ্ট বার্তা দেন—“সবার জন্য শিক্ষা” বাস্তবায়ন চাই, বাছাইকৃতদের জন্য নয়।