
‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায়ও অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকালে জাতীয় সংগীত ও দোয়া পাঠের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের সূচনা হয়। একই সময়ে কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মজিবুর রহমান মজনু , জামায়াতের আমির সাদেকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধসহ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পরে অংশগ্রহণকারীরা “লাখো কণ্ঠে শপথ পাঠ”-এ অংশগ্রহণ করে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, সমাজ উন্নয়নের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মানবিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শাহ আলী তৌফিক