চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে তার পলাতক স্বামী মোছলেম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জোয়াইড় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ফাতেমা আক্তারের (২৬) মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা।এদিকে গ্রেপ্তার হওয়া মোছলেম উদ্দিন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যম বগাচতর গ্রামের নুর মোস্তফার ছেলে।
অন্যদিকে ঘটনার পর নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলে বিষয়টি র্যাব-৭ এর দৃষ্টিগোচর হয়। এরপর থেকে র্যাব-৭ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছিলো। ফরিদপুর জেলার কোতয়ালি থানা এলাকায় মোছলেম উদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে গভীর রাতে র্যাব-৭ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, হত্যার ঘটনায় ভুক্তভোগীর বাবা নুরুল আফচার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন। পরে তাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে র্যাব-৭ আসামি মোছলেমকে থানায় হস্তান্তর করেছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।