
নেত্রকোণা সদর উপজেলার ঢুলিগাতী গ্রামে প্রানীসম্পদ অধিদপ্তরের সহযোগীতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ হয়েছে।
শুক্রবার সকালে ছিদ্দিকুর রহমান পাঠাগারের উদ্যাগে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, নেত্রকোণা সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফা পারভীন রিপা।
অন্যদের মধ্যে ছিলেন, সদর উপজেলার ভেটেনারি সার্জন ডাক্তার সাদ আস সাদিকসহ প্রানীসম্পদ অফিসের কর্মকর্তারা। ছিদ্দিকুর রহমান পাঠাগারের সাধারণ সম্পাদক ইকবাল হাসান জানান, ক্যাম্পে ৩ শতাধিক গরু ও ছাগলের ভেকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদানসহ হাঁস মুরগির ঔষধ বিতরণ করা হয়।