ছবি সংগৃহীতঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাপের কামড়ে সায়েমা আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সায়েমা স্থানীয় খাইয়ার নবধারা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং সৌদি প্রবাসী ইয়ার হোসেনের বড় মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল সায়েমা। রাত ১২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় সায়েমা। পাশের কক্ষ থেকে দৌড়ে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, তার হাতে সাপ কামড় দিয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ঘটনার বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।