
রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে এন্ড কলেজে বিমান বিধ্বস্তের পর নিখোঁজের তিন দিনেও খোঁজে পেলো না আফসান ওহির ‘মা’ আফসানা প্রিয়ার।
গাজীপুরের কালিয়াকৈরের রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহি। বুধবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে নিখোঁজ আফসানার পরিবার। জানা যায়, সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার আব্দুল ওহাব মৃধার স্ত্রী। তার স্বামী একজন ব্যবসায়ী। পারিবারিক জানায়, আফসান ওহি(৮) দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাশ কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন।
হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আফসানার স্বামী ওহাবের বড় ভাই দুলাল মৃধা বলেন, কি করবো ভেবে পাচ্ছিলাম না। তিনদিন হয়ে গেলো তার কোনো খোঁজ পেলাম না। সরকারের কাছে দাবি তাকে জীবিত অথবা মৃত তাকে আমরা চায়। তবে কেউ যদি সন্ধান পেয়ে থাকেন কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।