ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

 নেত্রকোণা সদর, কেন্দুয়া, আটপাড়ায় জুয়ার আসর, প্রশাসনের নেই কোন উদ্যোগ

প্রতিকী ছবি

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনেই বসছে জুয়ার আসর। আর জুয়া খেলার কারণে অর্থীক অনটনে পড়ে জুয়ারিরা জরিয়ে পড়ছে বিভিন্ন অপরাধমুলক কাজে।

নেত্রকোণার উত্তরে টেংগা এলাকায় হাবুল মেম্বার ও কয়েক জনের নেতৃত্বে চলে বিশাল জুয়ার আসর। আটপাড়া উপজেলার  মুস্তাকিমের নেতৃত্বে তেলিগাতী বাজারে ও দুয়জ এলায় নৌকা দিয়ে নদীর মধ্যে চলে জুয়ার আসর।

কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নে বান্দনাল গ্রামের আলমের নেতৃত্বে বাশাঁটি মিয়াপাড়া,  আজিজুলের নেতৃত্বে গাড়াউন্দ গ্রামের ও ডুমদী গামে  সোহাগের নেতৃত্বে চলে আসছে জুয়ার আসর।

কেন্দুয়া এলাকার রামপুর ও তার আশপাস এলাকায় দলপা গ্রামে বাবলু ও চন্দনকান্দি গ্রামের এমদাদের নেতৃত্বে চলে জুয়া। জুয়ারিরা বলছে পুলিশ প্রশাসন আমাদের জুয়ার আসরে কখনো হামলা করবেনা কারণ আমরা পুলিশকে পয়সা দিয়ে থাকি।

জুয়ার কারণে এলাকায় বেড়েছে চুরি, ডাকাতি, গরুচুরি। গত বছরে কেন্দুয়া নেত্রকোণা সড়কে নওয়াদিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে হয়েছে ডাকাতির মত ঘটনা। গরুচুরি হয়েছে পঞ্চাশটির মত।

সংশ্লিষ্ট থানাগুলি কে অবগত করেই চলে জুয়ার আসর। প্রতি সপ্তাহে থানা পুলিশকে দেওয়া হয় মোটা অংকের টাকা বলছে জুয়ারিরা।

আটপাড়া থানার এ এস আই জাকির, কেন্দুয়া থানার এস আই শহিদুল  ডিবি পুলিশের এএসআই  মফিজ জুয়ার আসরের সাথে জরিত  রয়েছে বলে তাদের দাবি। ডিবি পুলিশ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে   এলাকাবাসী বারবার অবহিত করলেও নেয়নি কোন পদক্ষেপ।

স্থানীয়দের অভিযেগ  জুয়া খেলার কারণে এলাকার যুব সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাড়িয়েছে।

জেলা পুলিশের সজাগ দৃষ্টি কামনা করছে উপজেলা বাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

 নেত্রকোণা সদর, কেন্দুয়া, আটপাড়ায় জুয়ার আসর, প্রশাসনের নেই কোন উদ্যোগ

প্রকাশের সময় : ১০:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

প্রতিকী ছবি

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনেই বসছে জুয়ার আসর। আর জুয়া খেলার কারণে অর্থীক অনটনে পড়ে জুয়ারিরা জরিয়ে পড়ছে বিভিন্ন অপরাধমুলক কাজে।

নেত্রকোণার উত্তরে টেংগা এলাকায় হাবুল মেম্বার ও কয়েক জনের নেতৃত্বে চলে বিশাল জুয়ার আসর। আটপাড়া উপজেলার  মুস্তাকিমের নেতৃত্বে তেলিগাতী বাজারে ও দুয়জ এলায় নৌকা দিয়ে নদীর মধ্যে চলে জুয়ার আসর।

কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নে বান্দনাল গ্রামের আলমের নেতৃত্বে বাশাঁটি মিয়াপাড়া,  আজিজুলের নেতৃত্বে গাড়াউন্দ গ্রামের ও ডুমদী গামে  সোহাগের নেতৃত্বে চলে আসছে জুয়ার আসর।

কেন্দুয়া এলাকার রামপুর ও তার আশপাস এলাকায় দলপা গ্রামে বাবলু ও চন্দনকান্দি গ্রামের এমদাদের নেতৃত্বে চলে জুয়া। জুয়ারিরা বলছে পুলিশ প্রশাসন আমাদের জুয়ার আসরে কখনো হামলা করবেনা কারণ আমরা পুলিশকে পয়সা দিয়ে থাকি।

জুয়ার কারণে এলাকায় বেড়েছে চুরি, ডাকাতি, গরুচুরি। গত বছরে কেন্দুয়া নেত্রকোণা সড়কে নওয়াদিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে হয়েছে ডাকাতির মত ঘটনা। গরুচুরি হয়েছে পঞ্চাশটির মত।

সংশ্লিষ্ট থানাগুলি কে অবগত করেই চলে জুয়ার আসর। প্রতি সপ্তাহে থানা পুলিশকে দেওয়া হয় মোটা অংকের টাকা বলছে জুয়ারিরা।

আটপাড়া থানার এ এস আই জাকির, কেন্দুয়া থানার এস আই শহিদুল  ডিবি পুলিশের এএসআই  মফিজ জুয়ার আসরের সাথে জরিত  রয়েছে বলে তাদের দাবি। ডিবি পুলিশ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে   এলাকাবাসী বারবার অবহিত করলেও নেয়নি কোন পদক্ষেপ।

স্থানীয়দের অভিযেগ  জুয়া খেলার কারণে এলাকার যুব সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাড়িয়েছে।

জেলা পুলিশের সজাগ দৃষ্টি কামনা করছে উপজেলা বাসী।