
ছবি সংগৃহীতঃ
বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত’র ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহির ‘মা’ আফসানা প্রিয়ার।
মঙ্গলবার (২২জুলাই) সকালে এতথ্য জানিয়েছে পরিবার। নিখোঁজ হলো, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া। তাহার স্বামী একজন ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা গেছে,বিশ ঘন্টা পেরিয়ে গেলেও আফসান ওহি’র ‘মা’র খোঁজ মেলেনি। পরিবার সদস্যরা দিনভর, রাতভর ঢাকা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেও জীবিত অথবা মৃত তার খোঁজ পাওয়া যায়নি।
এ নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে দুশ্চিন্তায় দিন কাটচ্ছে তাদের। উল্লেখ্য, গতকাল সোমবার ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহিকে নিয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাস কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করে। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। এ সময় বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যে একটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করে। এক পর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। ওহাবের বড় ভাই দুলাল মৃধা জানান, অনেক হাসপাতালে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি। সন্ধান পেলে এই নাম্বারে 01814449326 যোগাযোগ করার অনুরোধ করছেন পরিবার।