
ছবি সংগৃহীতঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। ১৬ বছর বয়সি কিশোর মেহেদী হাসান এবং তার ৪০ বছর বয়সি সম্পর্কে নানী তাসলিমা বেগম সাত দিন ধরে নিখোঁজ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাসলিমা বেগম বাবরা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তার সংসারে রয়েছে তিনটি সন্তান। হঠাৎ করেই নাতি মেহেদীর সঙ্গে তার নিখোঁজ হয়ে যাওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার স্বামী এখন স্ত্রীকে ফিরে পেতে স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরছেন, করছেন আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ। কিন্তু তাদের কোনো সন্ধান মিলছে না।
স্থানীয়রা জানায়, তাসলিমা বেগমের সাথে নাতি মেহেদীর ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ নিয়ে বহুদিন ধরেই কানাঘুষা চলছিল। তবে এমন কিছু যে ঘটতে পারে, তা কল্পনাও করেননি কেউ। পরিবারের সদস্যদের দাবি—মেহেদীকে প্রলোভন দেখিয়ে তাসলিমা তাকে নিয়ে পালিয়েছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, এটি প্রেমঘটিত সম্পর্কের ফলাফল। ঘটনার পর থেকে এলাকা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়—এই ‘অসম প্রেম’ কী পরিণতি পায়, আর কবে মিলবে নিখোঁজ দু’জনের সন্ধান।