ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চার হত্যা মামলা, ৫৪০০ জনকে আসামি করে মামলা

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে সংঘর্ষে হতাহতের ঘটনায় পৃথক চারটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। সবকটি মামলায় বলা হয়েছে, নিহতরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছে। চার মামলায় মোট আসামি করা হয়েছে পাঁচ হাজার চারশ জনকে।

অপর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া গুলিবিদ্ধ রমজান মুন্সির বিষয়ে আলাদা একটি হত্যা মামলা করা হবে বলে জানা গেছে।শনিবার গভীর রাতে চার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা চারটি দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব হোসেন বাদী হয়ে রমজান কাজী নিহতের ঘটনায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।

মামলায় তিনি উল্লেখ করেন, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে পৌর পার্ক থেকে দুপুরে মাদারীপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দিয়ে নেতৃবৃন্দ গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দুষ্কৃতকারীরা গাড়ি বহরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।

পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এতে বাধা দেয়। হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়। এ সময় রমজান কাজী (১৭) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

গোপালগঞ্জে চার হত্যা মামলা, ৫৪০০ জনকে আসামি করে মামলা

প্রকাশের সময় : ১০:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে সংঘর্ষে হতাহতের ঘটনায় পৃথক চারটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। সবকটি মামলায় বলা হয়েছে, নিহতরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছে। চার মামলায় মোট আসামি করা হয়েছে পাঁচ হাজার চারশ জনকে।

অপর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া গুলিবিদ্ধ রমজান মুন্সির বিষয়ে আলাদা একটি হত্যা মামলা করা হবে বলে জানা গেছে।শনিবার গভীর রাতে চার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা চারটি দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব হোসেন বাদী হয়ে রমজান কাজী নিহতের ঘটনায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।

মামলায় তিনি উল্লেখ করেন, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে পৌর পার্ক থেকে দুপুরে মাদারীপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দিয়ে নেতৃবৃন্দ গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দুষ্কৃতকারীরা গাড়ি বহরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।

পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এতে বাধা দেয়। হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়। এ সময় রমজান কাজী (১৭) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।